বিধি নিষেধে ছাড় দিয়ে ‘কার্যত লকডাউন’ বাড়লো ১লা জুলাই অবধি
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বিধিনিষেধে ছাড় দিয়ে ‘কার্যত লকডাউন’ বাড়লো ১-লা জুলাই অবধি। নবান্ন সুত্রের খবর, শুধুমাত্র বিধি নিষেধ শিথিল হচ্ছে কিছু শতাংশ, কিন্তু কার্যত লকডাউন উঠছে না এখনই। ১৬ই জুন থেকে আগামী ১লা জুলাই অব্দি আবারও বাড়িয়ে দেওয়া হল লকডাউন। আর এই নতুন নির্দেশিকায় কি কি খোলা থাকছে আর কি কি বন্ধ থাকছে দেখে নিন এক নজরে—
১) ১৬ই জুন থেকে ২৫ শতাংশ কর্মী নিয়ে চলবে সরকারি অফিস।
২) সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস।
৩) পয়লা জুলাই পর্যন্ত কড়া বিধিনিষেধ মেনেই চলবে কার্যত লকডাউন।
৪) প্রাতঃভ্রমণকারীদের অবশ্যই টিকা নেওয়া বাধ্যতামূলক।
৫) দর্শক শূন্য আসন নিয়েই স্টেডিয়ামে খেলা হবে।
৬) যেকোনো শপিংমলে ৩০ জনের বেশি লোক ঢুকতে পারবে না। সকাল ১১টা থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
৭) সম্পূর্ণ বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
৮) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা থাকবে বাজার হাট।
৯) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাকি সব দোকানপাটই খোলা থাকবে।
১০) ৫০ জনকে নিয়ে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে।
১১) ভ্যাকসিন নেওয়া থাকলে তবেই পার্কে ঢুকতে পারবেন প্রমাণপত্র সহ।
১২) স্টাফ ও স্পেশাল ট্রেন ছাড়া অন্য কোন ট্রেন চলবে না।
১৩) করোনা মোকাবিলায় বন্ধ থাকবে জিম, সিনেমা হল, স্পা, সাঁতার পরিষেবা।
১৪) আগের মতই খোলা থাকবে জরুরি ভিত্তিক পরিষেবা ও অত্যাবশকীয় পণ্যবাহী পরিবহন।
১৫) লোকাল ট্রেন, গণ পরিবহন এখনও বন্ধই থাকবে। ১৬) রেস্টুরেন্ট, পানশালা দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু সেখানে মাত্র ৫০% লোকই এক সঙ্গে খেতে পারবেন। ১৭) ব্যাঙ্ক পরিষেবা খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো অব্দি।