January 23, 2025

বাংলাদেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্জিকাল স্টাইকের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : উত্তরবঙ্গের শিলিগুড়ির চিকেন নেকের (Siliguri Chicken neck) মাত্র ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত লালমণিরহাটে একটি বিমান ঘাঁটি তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, এমনটাই সূত্রের খবর। মূলত, ভারতের চিকেন নেককে ব্যতিব্যস্ত করতেই বাংলাদেশের এই তৎপরতা বলে মনে করছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞরা।

তাই এর পরিপ্রেক্ষিতেই গোটা ভারত-বাংলাদেশ সীমান্তকেই (India Bangladesh Border) সিল করার পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার! পাশাপাশি, স্বল্প ও মাঝারি পাল্লার পিনাকা মিসাইল সিস্টেমকে বাংলাদেশ মুখী করে রাখা হয়েছে বলে জানা গেছে। আর অন্যদিকে, উত্তর-পূর্বের রাজ্য মিজোরামেও মোতায়েন করা হয়েছে হাউৎজার কামান (Howitzer cannon)। এছাড়া, উত্তর-পূর্ব ভারতে প্রায় ৩৫ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। তারই সাথে সীমান্তেও নজরদারি আরও বাড়ানো হয়েছে, কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

Advertisements

Leave a Reply