April 27, 2025

কলকাতায় উদ্বোধন হল দিক পরিবর্তনের ৩৭তম রাজ্য বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা

0
Advertisements

HnExpress ২০ই ডিসেম্বর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যামে রাজ্য প্রাথমিক, শিশু শিক্ষা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ৩৭ তম রাজ্য বার্ষিক প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গেলো কলকাতার সল্টলেকের সাই কমপ্লেক্সে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দফতরের সচিব শ্রীমতি রত্না চক্রবর্তী ও বিদ্যালয় শিক্ষা দফতরের সচিব মনীষ জৈন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়ার মুখ্য সংযোজক অশোক রুদ্র, শিক্ষা আন্দোলনের নেতৃত্ব শ্যামপদ পাত্র সহ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু ব্যানার্জী, নারায়ণ সাঁতরা সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই ক্রীড়ার দীর্ঘদিনের ইতিহাসে পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র ও বলিষ্ঠ রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সহযোগিতা এই প্রথম প্রত্যেক অঞ্চলে দশহাজার করে, চক্রে স্পোর্টসে মোট এক লক্ষ ও সারা রাজ্যে প্রায় দুকোটি টাকা দেওয়া হয়।

এবং সরকারি তহবিলের সহযোগিতায় প্রায় গোটা রাজ্যেই এধরনের খেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীকে ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র। এবারের গেমসের রাজ্য মুখ্য সংযোজক অশোক রুদ্র প্রত্যেক মহকুমায় দুজন করে শিক্ষক ক্রীড়া ব্যাক্তিত্বকে ট্রেনিং দিয়ে সারা বছর যাতে স্পোর্টস এর সঠিক ট্রেনিং তৃনমুল স্তরের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দেওয়া যায় তার ব্যবস্থা করেছেন।

Advertisements

Leave a Reply