স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো স্বামীর, জন্মালো কন্যা সন্তান

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভোপাল : প্রসব সম্ভাবনা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলো স্বামীর। পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হয়েছে প্রসূতির ভাইয়েরও। ঘোর অনিশ্চতায় ভরা জীবন! মেয়ের জন্মের আগেক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা। স্বামীকে হারানোর এক ঘণ্টার পরই এক ফুটফুটে সন্তানে জন্ম দিলেন স্ত্রী। এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে (Madhya Pradesh)। মা এবং শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রের খবর, অন্তঃসত্ত্বা (Pregnant) ছিলেন ভোপালের রাতিবাদের বাসিন্দা বাবলি মেওয়াড়া। প্রসব যন্ত্রণা উঠলে দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে ছোটেন স্বামী মহেন্দ্র মেওয়াড়া। সঙ্গে ছিলেন বাবলির ভাই সতীশ মেওয়াড়া, মহেন্দ্রর মা ও কাকিমা। বলাই বাহুল্য এইমত অবস্থায় সকলেই ব্যস্ত ছিলেন বাবলিকে নিয়ে।
আচমকাই ভোপালের (Bhopal, halalpur) হাহালপুর বাস স্ট্যান্ডের কাছে আসতেই নিয়ন্ত্রণ হারায় তাঁদের গাড়ি। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পাঁচজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। তাদেরকে পরিক্ষার পর মহেন্দ্র ও সতীশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতের স্ত্রী ও বাকিরা আহত হলেও আশঙ্কাজনক অবস্থায় নেই।