অভাবের সংসার নিয়ে অশান্তি হত স্বামী-স্ত্রীর, যার জেরে আত্মঘাতী স্বামী

HnExpress নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : অভাব থাকলে সবার সংসারেই আর্থিক সমস্যা (Financial Crisis) নিয়ে খুটিনাটি অশান্তি লেগেই থাকে। বৃহস্পতিবার দিনও বারুইপুরে দুই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল শুরু বিবাদ হয়। এরপর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায়। আজ শুক্রবার ঘর থেকে উদ্ধার হল সেই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ (Dead body)। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের ১৬ নম্বর ওয়ার্ডে। ঘটনায় এলাকা জুড়ে শোকের কালো নিস্তব্ধতা নেমে এসেছে।
স্থানীয় সূত্রের খবর, বাহান্ন বছর বয়সী এই মৃতের নাম উত্তম বারিক। তার স্ত্রীর নাম সঙ্গিতা বারিক। বছর ২০ আগে তাঁদের বিয়ে হয়েছিল। উত্তম বারিক পেশায় জমি বাড়ির দালাল ছিলেন। বেশ কিছু দিন ধরে তাঁর পসার কমে আসায় আয়ও কমে গিয়েছিল। ফলে বাজারে বেশ দেনা হয়ে গিয়েছিল বলে জানা গেছে। তারই মধ্যে সংসারেও অভাব-অনটন চলায় স্ত্রীর সাথে প্রায়ই লেগে থাকত তুতু ম্যায় ম্যায়।
বৃহস্পতিবারও সংসার খরচের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় তুমুল অশান্তি। মৃত ব্যাক্তির স্ত্রী জানান, তিনি সেদিন বেশ রাগের সাথেই সন্ধেবেলায় মেয়েকে সঙ্গে নিয়ে বারুইপুরের (Baruipur) বিড়াল এলাকায় নিজের বাপেরবাড়ি চলে যান। রাতে আর দুজনের মধ্যে কোনও যোগাযোগ হয়নি। আজ শুক্রবার স্বামীকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া না পাওয়ায় ভয় পেয়ে যান স্ত্রী সঙ্গিতা। তখন তার এক প্রতিবেশীকে ফোন করে ওই বাড়িতে গিয়ে খোঁজ নিতে বলেন তিনি।
সেই যুবক ওই বাড়িতে গিয়ে মহিলার স্বামী নাম ধরে হাকডাক করেও কোনো সাড়া পান না। এরপরই তিনি বাড়ির দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখেন উত্তম বারিকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠায়। স্ত্রীর সাথে অশান্তির জেরেই কি এই হটকারি সিধান্ত, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্যময় কারণ? বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অব্দি নিশ্চিত করে কিছু বলা যাবে না।