December 11, 2024

পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক

0
Img 20210121 Wa0015.jpg
Advertisements

HnExpress অরূপ অধিকারী, গোবরডাঙা ঃ পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বাড়ির মালিক। গত মঙলবার বছর পঞ্চান্নের এক মহিলা গোবরডাঙ্গা থানায় শ্লীলতাহানির লিখিত অভিযোগ দায়ের করেন গোবরডাঙ্গা থানারই রামসীতা পল্লীর বাসিন্দা পরিতোষ দেবনাথ এর বিরুদ্ধে।

নির্যাতিতা মহিলা জানান, সেই মুহূর্তে সাংসারিক পরিস্থিতির চাপে পরে তাঁর একটি কাজের খুব প্রয়োজন ছিল। আর সেই সুবাদেই অভিযুক্ত পরিতোষ দেবনাথের কাছে সে কাজ চাইতে যায়। অভিযুক্ত পরিতোষ তাঁর অসহায়তার সুযোগ বুঝে বাড়িতে পরিচারিকার কাজের জন্য মহিলাকে নিযুক্তও করেন। অভিযোগ, কাজে নিযুক্ত করার অছিলায় মহিলাকে একা পেয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে অভিযুক্ত বাড়ির মালিক।

সুত্রের খবর, নির্যাতিতার বাড়ি উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত গাইঘাটা থানার ঠাকুরনগর এলাকায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত পরিতোষ দেবনাথকে। এদিন অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠানো হয়। আদালত থেকে গোটা ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে গোবরডাঙ্গা থানার পুলিশকে।

Advertisements

Leave a Reply