December 11, 2024

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বাড়ি সহ দুই দিনমজুরের বাড়ি

0
Img 20220204 Wa0001
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই এক বিধবার বসত বাড়ির সহ দুই দিনমজুরের তিনটি ঘর। অগ্নিকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ঠিক বারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা গ্রামে।নিদারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন রফিকুল ইসলাম, ফাজেরুল আলি ও নাসিমা বেওয়া।

কিন্তু আগুন কিভাবে লেগেছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সুত্রের খবর, আগুনের লেলিহান শিখার তেজ এতটাই ছিল যে নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় তিনটি বসত বাড়ি সহ বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্যশস্য, অলংকার এবং বেশ কিছু টাকা পয়সাও। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।



পরে খবর দেওয়া হয় তুলসীহাটা দমকল অফিসে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে এসে হাজির হয় দমকল বাহিনী। ঘন্টাখানেকের মধ্যে একটি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও ততক্ষণে সবকিছু আগুন পুড়ে সর্বস্বান্ত হয়ে যায় ওই তিন দিনমজুরের পরিবার। বর্তমানে তাঁরা পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে বসবাস শুরু করেছে।

Advertisements

Leave a Reply