March 21, 2025

BREAKING ভয়াবহ অগ্নিকান্ড শিয়ালদহ স্টেশন সংলগ্ন ব্রিজের নীচে, দমকলের ১০টি ইঞ্জিনেও হিমশিম অবস্থা

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, শিয়ালদহ : বৃহস্পতিবার রাতে হটাৎই শিয়ালদহ স্টেশন (Shealdah station) সংলগ্ন ব্রিজের নীচে দেখা যায় আগুন জ্বলছে। সুত্রের খবর, স্টেশন সংলগ্ন ব্রিজের নীচে প্রাচী সিনেমা হলের সামনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে গিয়েছে এলাকা জুড়ে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের (fire brigade) ৫টি ইঞ্জিন, কিন্তু সামাল দিতে না পারায় পরে আরও ৫টি ইঞ্জিন আনা হয়। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিস্কার নয়। তবে যেভাবে দ্রুত আগুন ছড়াচ্ছে তাতে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও দমকল ইতিমধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছে

জানা গিয়েছে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ দমকলে খবর যায় আগুন লাগার কথা। প্রথমে ফুলের দোকানে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পরে আশপাশের খাবারের দোকান গুলিতেও। যেহেতু এলাকাটি বেশ ঘিঞ্জি, তাই আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে দমকল। ব্রিজের উপর থেকে হোস পাইপের সাহায্যে ফুল ফোর্সে জল দিয়ে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে পুরোদস্তুর। লেলিহান আগুনের সাদা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।

তবে এখনও অব্দি হতাহতের কোনো খবর নেই। এদিন দমকল বাহিনীর আগুন নেভানোর কাজ শুরু হলেও পাশাপাশি তাদের সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদেরও। তাঁরাও দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে কী কারণে বা কি থেকে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ ও দমকলবাহিনী। আগুন লাগার সাথে সাথেই আশপাশে থাকা সমস্ত মানুষকে নিরাপদ দুরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উদ্ধার কাজ এখনও চলছে।

Advertisements

Leave a Reply