February 10, 2025

বানতলার টেনারি লেদার কমপ্লেক্সে নিকাশি নালাতে নেমে ঘটল বিপত্তি! দমবন্ধ হয়ে মৃত্যু ৩ শ্রমিকের

0
Advertisements

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ কলকাতা লেদার কমপ্লেক্সের ভিতরে সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির (Industrial Development Authority) অধীনে সাফাইয়ের কাজ চলছিল রবিবার সকাল থেকে।আচমকাই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এদিন শ্রমিকরা মূলত পাইপ লাইন পরিস্কার করার জন্যই নেমেছিলেন। জানা গিয়েছে, নিকাশি নালাতে (Manhole) নেমে সাফ করতে গিয়েই ঘটে এই বিপত্তি। ইতিমধ্যেই দেহ উদ্ধারের কাজ চলছে। জানা গিয়েছে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৩ জন শ্রমিকের।

পুলিশ সুত্রে খবর, তারা মূলত পাইপ লাইন পরিষ্কার করার জন্যই নেমেছিলেন। ভেতরে আর কেউ আটকে রয়েছে কিনা চলছে তারই তল্লাশির কাজ। আর এখানেই উঠছে প্রশ্ন, সরকারের নিয়ম রয়েছে পাইপ লাইনে কাজ করার সময় কেউ নীচে নামবে না। কিন্তু এই নিয়ম থাকা স্বত্তেও এই পরিস্থিতিতে কীভাবে তিনজন নামলেন এবং কেউ কেন আটকাল না তারই তদন্ত শুরু করেছে পুলিস। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য পাঠিয়েছে পুলিস।

তবে প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ্যের দুর্গন্ধে দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অব্দি মৃত্যুর আসল কারণ জানা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যানহোলে মানুষ নামাতে হলে কী কী নির্দেশিকা মানতে হবে, তা স্পষ্টভাবে জানিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)! নিশ্চিত হয়ে নিতে হবে, ভিতরে কোনো প্রাণঘাতী গ্যাস আছে কি না। এছাড়াও মাথা থেকে পা পর্যন্ত সমস্তটাই ঢেকে যেতে হবে। রাখতে হবে অক্সিজেনের (O2) ব্যবস্থাও। কিন্তু প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, সেখানে তেমন কিছুই ছিলনা। মৃতের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisements

Leave a Reply