March 21, 2025

মহামেডানের সঙ্গে ড্র করে সুপার সিক্সে পৌঁছে গেলো সবুজ মেরুন ব্রিগেড

0
Advertisements

HnExpress শিখা দেব, কল্যাণী : কল্যাণী স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের মিনি ডার্বি ম্যাচে মোহনবাগান ২-২ গোলে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করে সুপার সিক্সে পৌঁছে গেলো। যদিও মোহনবাগানকে গ্রুপ লিগে আরও একটি ম্যাচ খেলতে হবে। খেলবে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের সঙ্গে। এদিন বৃষ্টি ভেজা মাঠে দুই দলই লড়াকু মনোভাব নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

তবে সাদাকালো ব্রিগেডের ফুটবলরা প্রাণবন্ত খেলা খেলতে থাকেন। খেলার ২০ মিনিটের মাথায় রেমসাঙ্গা গোল করে মহমেডান স্পোর্টিং ক্লাবকে এগিয়ে দেয়। পিছিয়ে থেকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করতে থাকে সবুজমেরুন শিবির। বিরতির সময় মহমেডান স্পোর্টিং ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয় পর্বে খেলা শুরু হতেই সবুজমেরুন ব্রিগেড আক্রমণ গড়ে তুলে চাপ সৃষ্টি করতে থাকে।

৫৮ মিনিটে কিয়ান নাসিরি দারুন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। দুই দলই জেতার জন্য মরিয়া হয়ে ওঠে। সুযোগ পেয়েও গোল করতে পারেনি কোনও দলই। আক্রমণ ও প্রতি আক্রমনে খেলা জমে ওঠে। ৮৬ মিনিটে ছবির মতো গোল করে টাইসন সিং সবুজ মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন। দ্বিতীয় পর্বের ইনজুরি সময়ে মহমেডানের হয়ে শেখ ফৌয়াজ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন।

Advertisements

Leave a Reply