করোনার জেরে বন্ধ হলো বাণীপুরের লোক উৎসব
HnExpress নিজস্ব প্রতিনিধি, হাবরা ঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ এর জেরে গতবারের মতো এবারেও বন্ধ করে দেওয়া হল বাণীপুরের লোক উৎসব। লোক উৎসব কমিটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা জানিয়েছেন যে, “জনস্বার্থে বন্ধ করা হচ্ছে বাণীপুর লোক উৎসব ২০২২।” জানা গেছে, আগামী ২৬শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত বাণীপুর লোক উৎসব অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু জেলায় ওমিক্রণ সংক্রমনের গ্রাফ প্রতিনিয়ত ঊর্ধমুখী হওয়ার কারণে সরকারি বিধি নিষেধকে সম্পূর্ণ মান্যতা দিয়ে জনস্বার্থে এই উৎসব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। উৎসব কমিটির পক্ষ থেকে এই নয়া সিদ্ধান্তের কথা জানালেন কমিটির সভাপতি তথা বর্তমান হাবরা পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নারায়ন চন্দ্র সাহা।“