September 18, 2024

প্রেমে বাঁধা হওয়ায় মেয়ের হাতেই খুন হলেন এক হতভাগ্য পিতা

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তর প্রদেশ : মেয়ের প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাবা, তাই বাবাকেই খুন করলেন কিশোরী কন্যা। আর তাঁকে সহায়তা করলেন তারই গুনধর প্রেমিক। ফলে কলিযুগে জন্মদাতা প্রাণ হারালেন নিজের কন্যার হাতেই।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাথরসে (Hathras)। মৃত ব্যক্তির নাম দুর্গেশ কান্ত (৪৭)। তাঁর ১৫ বছরের কন্যার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ ওই কিশোরীর ১৬ বছরের প্রেমিককেও আটক করেছে বলে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, কিশোরী দশম শ্রেণির ছাত্রী। সে তার প্রেমিকের সঙ্গে দিন পনেরো আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু ফিরে এলেও বাবা তাকে মারধর করেন বলে অভিযোগ। সেই সঙ্গে ওই কিশোরের সঙ্গে আর না মেলামেশার নির্দেশও দেন।



এরপরেও মঙ্গলবার কিশোরীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে কিশোর। তারা ঘরে একসঙ্গে ঘনিষ্ঠ থাকাকালীন কিশোরীর বাবা তাদের দেখে ফেলেন। তারপরেই ওই দুইজন মিলে কিশোরীর বাবাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত (dead) বলে ঘোষণা করেন।

পুলিশ অভিযুক্ত কিশোরী এবং তার প্রেমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Indian Pinal section) ৩০২ এবং ৩০৭ ধারায় মামলা রুজু করেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। 

Advertisements

Leave a Reply