ভূমিকম্পে কাঁপল নয়াদিল্লি সহ বিহার, সাত সকালে কম্পনে ছড়ালো আতঙ্ক…

BigUpdate এবারে পর পর বড়সড় ভূমিকম্প অনুভূত হলো খোদ ভারতের রাজধানী দিল্লি ও উত্তর ভারত সহ বাংলার প্রতিবেশী রাজ্য বিহারেও।

HnExpress নিজস্ব প্রতিবেদন, ওয়েবডেক্স নিউজ : সাত সকালে পরপর বড়সড় ভূমিকম্প (earthquake), থরথরিয়ে কেঁপে উঠলো দিল্লি সহ গোটা উত্তর ভারত এবং বিহার। যার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিল লোকজন। রিখটার স্কেলে তার কম্পনের তীব্রতা ছিল ৪.০ (richter scale)। প্রাতভ্রমণের প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, “হঠাৎই চারিদিক থর থর করে কেঁপে ওঠে। তাদের দাবি যে, কম্পনের সময় তীব্র শব্দও শোনা গিয়েছিল। অনেকের মতেই, গত ২৫ বছরে দিল্লিতে এমন ভূমিকম্প অনুভূত হয়নি।

যেন মনে হয় মাটির নিচ দিয়ে কোনো ট্রেন দ্রুত গতিতে চলে গেলো, আমরা ভাবলাম বোধহয় আবার ট্রেন এক্সিডেন্ট হলো নাকি! ট্রেনের টিকিট কাউন্টার থেকে আশেপাশের দোতলা বাড়ি অব্দি দুলে উঠলো।” ভয় এতটাই গ্রাস করেছে যে এখনও অনেকেই বাড়িতে ঢুকতে সাহস পাচ্ছে না, যদি আবার ভূমিকম্প (earthquake) হয় তাই এখনো খোলা মাঠেই বসে রয়েছেন।

এক সাথে পরপর ভূমিকম্প সোমবার সকালে৷ প্রথমে সকাল ৫.৩০ নাগাদ কেঁপে ওঠে রাজধানী৷ এদিনে দিল্লিতে (Delhi) হওয়া কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০৷ এরপরই সকাল ৮টায় কেঁপে ওঠে বাংলার প্রতিবেশী রাজ্য বিহার (Bihar)৷ ভূমিকম্পের উৎসস্থল হলো বিহারে সিওয়ান৷ এখানেও দেশের রাজধানীর মতো কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (NCC) তরফে খবর৷
এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCC) অনুসারে সিওয়ানের ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের অবস্থান৷ প্রাণের ভয়ে এলাকাবাসীরা ঘর ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে পড়েন৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই৷ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে৷ তবে, দিল্লিতে ভূমিকম্পের সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) দিল্লি এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের শান্ত এবং সতর্ক থাকার আর্জি জানিয়েছেন৷