June 17, 2025

আবারও ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হল ডুয়ার্স অঞ্চলে

0
Advertisements

HnExpress অরুণ কুমার, আলিপুরদুয়ার ঃ ডুয়ার্সের রেলপথে আবারও ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক শাবক হাতির। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধে ৭ টা নাগাদ। এদিন আলিপুর দুয়ার ডিভিশনের বিন্নাগুড়ি আর বানারহাট রেল স্টেশনের মাঝে ৯৬/৬ পিলারের কাছে বানারহাট হিন্দী কলেজের বিপরীতে যখন অসমের ধুবরী থেকে শিলিগুড়ি জংশনগামী ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল তখন রেল লাইনের সামনে কয়েকটি হাতির দল চলে আসে।

আর সেই মুহূর্তে ওডিএমইউ’র ইঞ্জিনের সাথে শাবক হাতির সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাতিটির। চলন্ত রেলগাড়ীর সাথে খুব জোরে ধাক্কা লাগায় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় বলেঅ সুত্রের খবরে জানা গিয়েছে। এই সংবাদ পাঠানোর সময় পর্যন্ত এদিন রেলের সমস্ত বন্যপ্রাণী বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা স্বশরীরে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

Advertisements

Leave a Reply