March 21, 2025

BigUpdate ১৫ দিন পর দত্তপুকুরকান্ডে উদ্ধার সেই কাটা মুন্ডু, ঘটনার পুননির্মাণের সময় অভিযুক্তই খোঁজ দিলো

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা ঃ খুনের ১৫ দিনের মাথায় খোঁজ মিলল হজরতের কাটা মুণ্ডুর। মঙ্গলবার অভিযুক্ত জলিলকে নিয়ে ঘটনার পুনর্নিমাণের (Re-Investigation) সময় রেলগেট লাগোয়া ডোবা থেকে উদ্ধার হয় কাটা মাথা। সার্চ অপারেশন এর সময় অভিযুক্ত জলিলই পুলিসকে দেখিয়ে দেয় সেই অভিশপ্ত জায়গাটা। ধৃত জলিলকে সঙ্গে নিয়ে আজ সকালে দত্তপুকুর সংলগ্ন বামনগাছির (Bamangachi) ডোবায় তল্লাশি চালাতেই পাওয়া গেল ধড়হীন মুন্ডুটি।

পুলিশ সুত্রের খবর, বহুদিন যাবৎ নিহত হজরতের সঙ্গে জলিলের স্ত্রী সুফিয়ার বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital Affair) ছিল। জলিল সে বিষয়টা জেনেও চুপ ছিল। কিন্তু পরে স্ত্রীর সঙ্গে হজরতের সম্পর্কের অবনতি হয়। তার কারণ ছিল হজরতের অত্যাধিক ও অস্বাভাবিক যৌন চাহিদা পূরণ। আর তা নাকি পছন্দ ছিল না সুফিয়ার। আর সেই বিষয়টা সুফিয়া জানিয়ে ছিল দ্বিতীয় পক্ষের স্বামী জলিলকে।

জলিল হজরতকে এই সম্পর্ক থেকে বার বার বেরিয়ে যেতে বলেছিল। কিন্তু সেই বারণ শোনেননি হজরত। সুফিয়ার সঙ্গে জোর করেই সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে যায়। আর সেই রাগেই হজরতকে নৃশংস ভাবে খুন (Murdered) করে বলে পুলিশের কাছে জলিলের অকপট স্বীকারোক্তি। রাগের বশে যৌনাঙ্গও কেটে দিয়েছিল জলিল। যদিও পুলিশ সমস্ত বিষয়টা আরও পূঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখছে। তদন্তে লুট করা সোনার বখরা নিয়ে বচসার জেরে খুনের মোটিভ (Motive), এমনও কিছু তথ্য উঠে এসেছে।

Advertisements

Leave a Reply