October 11, 2024

উরান স্টেশন থেকে উদ্ধার এক যুবতীর থেতলানো ক্ষতবিক্ষত দেহ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মুম্বাই : স্টেশনের পাশে ঝোপের ভিতরে পড়েছিল ক্ষতবিক্ষত দেহটি। দেখা যাচ্ছিল শুধু কাপড়ের একটা অংশ। তা দেখেই পুলিশে খবর দেয় যাত্রীরা। পুলিশ আসতেই মুম্বাইয়ের জনবহুল রেল স্টেশনের পাশ থেকে উদ্ধার হল যুবতীর মরদেহ। সারা দেহে নৃশংসভাবে কোপানোর আঘাত। খুন করার আগে মুখ থেতলে দেওয়া হয়েছে তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুবতীর প্রেমিকই তাঁকে একাধিকবার কুপিয়ে খুন করেছে। ঘটনার পর থেকেই পলাতক যুবক।

 

 

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। পুলিশের কাছে শনিবার রাত দুটো নাগাদ ফোন আসে যে উরাণ স্টেশনের ঠিক পাশেই, একটি ঝোপের মধ্যে যুবতীর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার করা হয় বছর কুড়ির এক যুবতীর ক্ষতবিক্ষত দেহ। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। শরীরে একাধিক ছুরির আঘাত, এমনকী পাথর দিয়ে মুখ থেঁতলে কুচলে দেওয়া হয়েছিল বলে পুলিশ সুত্রে জানা গেছে।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই যুবতীর নাম যশশ্রী শিন্ডে। উরাণেরই বাসিন্দা সে। কাজ করত বেলাপুরে। দিন কয়েক আগেই যুবতীর নামে একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, যুবতীর প্রেমিকই তাঁকে খুন করেছে। কোনও কারণে বচসা কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পরই অভিযুক্ত যুবক হয়তো খুন করেছে যুবতীকে। ঘটনার পর থেকে বেপাত্তা ওই যুবকও। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Advertisements

Leave a Reply