February 9, 2025

নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আদালতের

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর : ভয় দেখিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের (Rape Case) অভিযোগ উঠেছে নিজের গুণধর বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে কাঁথির বিশেষ পক্সো আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলো। বুধবার কাঁথির বিশেষ পক্সো আদালতের বিচারক অজয়রেন্দ্রনাথ ভট্টাচার্য (Ajayrendra Nath Bhattacharya) এই রায় দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেন। টাকা অনাদায়ে আরও দু বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়াও নির্যাতিতাকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে রায় দানে। 

সূত্রের খবর, মেদিনীপুরের রামনগর থানার (Ramnagar Police Station) উত্তর তেতুলিয়া গ্রামের অধিবাসী এক দম্পতি ইটভাটায় কাজ করতেন। বাড়িতে বৃদ্ধ দাদু, দিদার কাছেই থাকত ওই দম্পতির ১৪ বছরের মেয়ে ও এক অল্প বয়স্ক ছেলে। জানা গেছে, বাবা সন্ধ্যার দিকে ছেলে-মেয়ের খোঁজ নেওয়ার অছিলায় বাড়িতে আসত। পরে নিজের নাবালিকা (Minor) মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করত। মেয়েটি প্রথমদিকে কিছু না বললেও পরে তাঁর মাকে সবকিছু জানায়। মা প্রতিবাদ করায় ওই ব্যক্তি দুই সন্তান সহ নিজের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর তারপরই মা রামনগর থানায় অভিযোগ দায়ের করেন নিজের স্বামীর বিরুদ্ধে। 

Advertisements

Leave a Reply