February 10, 2025

ATM থেকে লিমিটের বাইরে টাকা তুললেই বাড়বে খরচ! কী নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক?

0
Advertisements

এটিএম থেকে লিমিটের বাইরে টাকা তুলতেও এক্সট্রা চার্জ নেবে ব্যাঙ্ক?

HnExpress ওয়েবডেক্স নিউজ : এটিএম (ATM) থেকে টাকা তুলতে গেলেও এবার দিতে হতে পারে মোটা অংকের মাশুল! এটিএম থেকে টাকা তুললেই এক্সট্রা চার্জ বসাতে চলেছে ব্যাঙ্কগুলি। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নতুন নিয়মে কী কী বদল আসছে? এতদিন পর্যন্ত মাসে ৫ বার এটিএম দিয়ে টাকা তোলা যেত সম্পূর্ণ বিনামূল্যে। তবে এর বেশিবার টাকা তোলার (ATM Withdrawal) ক্ষেত্রে দিতে হতে পারে এক্সট্রা চার্জ। একে বলা হয় এটিএম ইন্টারচেঞ্জ ফি। রিজার্ভ ব্যাঙ্ক এবারে এই এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর কথাই ভাবছে বলে সূত্রের খবর।

অর্থাৎ মাসিক লিমিটের (ATM Interchange Fee) বেশিবার টাকা তুলতে গেলে বেশি খরচ করতে হবে আপনাকে। ব্যাঙ্ককে দিতে হবে মোটা অংকের মাশুল। গতকাল মঙ্গলবার সংবাদসূত্রে এই আপডেট জানা গেছে, ফলে ধারণা করা হচ্ছে এটিএম থেকে অনিয়ন্ত্রিত টাকা তোলার ক্ষেত্রে খরচ বাড়তে পারে সাধারণ গ্রাহকদের (Customers)। সংবাদসূত্রে জানা গিয়েছে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবার থেকে ম্যাক্সিমাম ক্যাশ ট্রানজাকশন ফি এখনকার ২১ টাকার স্তর থেকে বাড়িয়ে করবে ২২ টাকা।

৫ বার বিনামূল্যে টাকা তোলার সীমা পেরিয়ে গেলেই এবার থেকে প্রতিটি লেনদেনে এই চার্জ দিতে হবে গ্রাহক, মানে জনগণকে। রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম অপারেটররা এনপিসিআইয়ের (NPCI) এই প্রস্তাবে সম্পুর্ণ সম্মতি জানিয়েছে। মহানগর এবং গ্রাম-মফস্বলে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর দিকেই কি এবার হাটতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক? তবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়ালি সিদ্ধান্ত কিছু জানায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank)।

Advertisements

Leave a Reply