কনভেক্স মিরর বসানো হলো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে
HnExpress জয় গুহ, কলকাতা ঃ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বসানো হল ‘কনভেক্স মিরর’। আপ এবং ডাউন প্ল্যাটফর্মের প্রান্তে, যেদিকে ট্রেন যাবে সেখানেই এই মিরর বসানো হয়েছে। যাতে এই ট্রেন ছাড়ার আগে চালক প্রথম ৪টি কোচের দরজা এবং প্ল্যাটফর্মের পরিস্থিতি দেখতে পাবেন। আর বাকি ৪টি কোচের পরিস্থিতি দেখবেন কনডাক্টিং মোটরম্যান।
উল্লেখ্য, গত ১৩ জুলাই পার্ক স্ট্রিট স্টেশনে সজলকুমার কাঞ্জিলাল নামে এক যাত্রীর হাত মেট্রোর দরজায় আটকে যায়। দরজায় হাত আটকানো এবং ট্রেনের পাদানিতে দাড়িয়ে থাকা সজলবাবুকে নিয়েই ট্রেন চলতে শুরু করে। এদিকে যাত্রীদের উচ্চস্বরে চেঁচামেচিতে বেশ কিছুটা যাওয়ার পরেই চালক ট্রেন থামিয়ে দেন। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। এরপরই লাইন থেকে সজলবাবুর মৃতদেহ উদ্ধার করেন মেট্রো রেল কর্মীরা।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
আর এই ঘটনার তদন্তে আসেন কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। তিনি প্রস্তাব দেন, যে এখন থেকে প্ল্যাটফর্মের প্রান্তে যেদিকে ট্রেন যাবে সেদিকে যেন কনভেক্স মিরর বসানো হয়। তারপরেই এই মিরর বসানো হল। আগামী এক মাসের মধ্যেই বাকি সব স্টেশনেও এই মিরর বসানো হবে বলে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে।