October 11, 2024

সরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার খোদ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি শুভেন্দুর

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সরকারি হাসপাতালের (Government Hospital) চিকিৎসক ও চিকিৎসা নিয়ে এবার সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি হাসপাতালে নিজেই ভুল চিকিৎসার শিকার হয়েছেন তিনি, এমনটাই দাবি তাঁর। যা নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু রাজনৈতিক মহলে। যার হাতেই কি না দায়িত্ব রয়েছে তাকেই কিনা ভুল চিকিৎসা দিলেন চিকিৎসকেরা! 

বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী (CM) বলেন, ‘‘আমার প্রায় ১০ থেকে ১২ দিন আইভি (IV) ইঞ্জেকশন চলেছে। কারণ ডাক্তারদের ভুল চিকিৎসার (Wrong Treatment) জন্য আমার পায়ের ইনফেকশনটা সেপটিকের মতো হয়ে গিয়েছিল।’’ প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর (CM) পায়ের চিকিৎসা হয়েছিল এসএসকেএম (SSKM) হাসপাতালে। স্পেন সফরে গিয়ে পায়ের পুরনো আঘাতে আবার নতুন করে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM)।

২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্পেন (spain) ও দুবাই (Dubai) সফর সেরে কলকাতায় ফেরেন তিনি। পরের দিনই, অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর (CM) পায়ের চিকিৎসা হয়। সে দিন সন্ধ্যায় বাড়ি ফেরেন তিনি। তারপর কিছু দিন বাড়িতে থেকেই প্রশাসনিক ও দলীয় কাজ সামলেছেন। গত ২৭শে অক্টোবর রেড রোডে পুজো কার্নিভালের (Pujo Carnival) দিন তিনি বাড়ি থেকে বার হন। মঙ্গলবার গিয়েছিলেন নবান্নেও। অন্যদিকে, মমতার এই ‘ভুল চিকিৎসা’ মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা (Opposition)। 

বিরোধী দলনেতা (Opposition leader) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘‘এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য তাহলে এখনই স্বাস্থ্যমন্ত্রীর (Health Minister) পদত্যাগ করা উচিত।’’ প্রসঙ্গত, মমতার হাতেই রয়েছে স্বাস্থ্য দফতর (Health Department)। অপরদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) কটাক্ষ করে বলেন, ‘‘এটাই হল রাজ্যের সেরার সেরা হাসপাতালের শ্রেষ্ঠতম বিজ্ঞাপন।’’

Advertisements

Leave a Reply