March 24, 2025

CrimeNews চাষের জমিতে মিলল যুবকের মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ, দত্তপুকুরে হাড়হিম ঘটনা

0
Advertisements

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, উত্তর ২৪ পরগণা ঃ সকাল সকাল হাড়হিম করা ঘটনা দত্তপুকুরে। চাষের জমি থেকে উদ্ধার হল এক যুবকের মুণ্ডহীন রক্তাক্ত মৃতদেহ। সোমবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের (North 24 Parganas, Duttapukur) ছোট জাগুলিয়া এলাকায়। স্থানীয় বাসিন্দারাই ওই মৃতদেহ প্রথমে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। যুবকের বয়স অনুমানিক ৪০ এর কাছাকাছি। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একাধিক মদের গ্লাস ও চিপসের প্যাকেট। গোপনাঙ্গেও যথেষ্ট ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে চাষের জমিতে কাজের জন্য গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তখনই মাঠের ঝোপের মধ্যে একটি রক্তাক্ত মৃতদেহ (Dead Body) পড়ে থাকতে দেখেন তাঁরা। ভালো করে দেখলে বোঝা যায় শরীর থেকে মুণ্ড কেটে আলাদা করা হয়েছে। একটি যুবকের মুণ্ডহীন রক্তাক্ত উলঙ্গ শরীর দেখেই এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই পুলিশে খবর দিলে তাঁরা এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Postmortem) জন্য মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, রাতে খুনের আগে সেখানে মদ্যপানের আসর বসেছিল। কতজন মিলে এই নৃশংস খুনের (Murder) ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখচ্ছে পুলিশ। তবে এটা যে কারও একার পক্ষে করা সম্ভব নয় তা স্পষ্ট। পরিচয় লোপাটের জন্যই মৃতদেহের মাথা উধাও এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তা উদ্ধারের খোঁজে এলাকায় শুরু হয়েছে খানাতল্লাশি, পাশের পুকুরে নামানো হয়েছে ডুবুরি (Diver)। ওই যুবক কি স্থানীয়, নাকি অন্য কোথাও থেকে সেখানে এসেছিলেন? তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অব্দি নিশ্চিত করে কিছু বলতে নারাজ তদন্তকারী পুলিশ।

Advertisements

Leave a Reply