December 11, 2024

সোশ্যাল মিডিয়ার সুত্র ধরেই উদ্ধার নিখোঁজ বৃদ্ধের মরদেহ

0
Img 20190611 Wa0027.jpg
Advertisements

HnExpress বাবলু প্রামাণিক, বারুইপুর ঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে রাস্তায় পড়ে যান এক বৃদ্ধ৷ কয়েকজন ছেলে মিলে তাকে উদ্ধার করে ভর্তি করে বারুইপুর হাসপাতালে৷ যারা ভর্তি করেন তারাই সোশ্যাল মিডিয়ায় সেই বৄদ্ধের ছবি সহ ঘটনাটি পোস্ট করেন৷ ফেসবুক ঘাঁটতে গিয়ে সেই পোস্ট দেখতে পান বৃদ্ধের জামাই নিজামুদ্দিন গাজী৷

For further details or any queries Plz contact Us.

বারুইপুর হাসপাতালে এসে তারা খোঁজ করেন৷ কিন্তু ততক্ষণে হাসপাতালেই মারা গিয়েছেন বৃদ্ধ শেখ নুর মহম্মদ(৬৫)৷ সুত্র অনুযায়ী জানা যায়, বৃদ্ধের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানা এলাকার উত্তর বিলন্দরপুর এলাকায়৷ রবিবার সকাল ৯টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি৷

If U like publish any type of Advertisements, Plz contact Us.

আত্মীয়ের বাড়ি যাওয়ার কথা থাকলেও রাত পর্যন্ত তার কোনও খোঁজ না পাওয়া যাওয়ায় থানায় মিসিং ডাইরী করে তাঁর পরিবার৷ আজ তার দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে৷ ঘটনায় অস্বাভাবিক মৄত্যুর মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ৷ মৄত্যুর আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সুত্র৷

Advertisements

Leave a Reply