দমদমের খালপাড় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ
পেশায় কুরিয়ার সার্ভিস কর্মী বছর চল্লিশের কিরণ মহাপাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য—
HnExpress নিজস্ব প্রতিনিধি, দমদম ঃ শনিবার সকালে নবপল্লীর খালপাড় থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল দমদম থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে যে, শুক্রবার রাতে নিখোঁজ হয়ে যায় নবপল্লীর বাসিন্দা কিরণ মহাপাত্র নামে বছর চল্লিশের এক ব্যক্তি। পেশায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কুরিয়ার সার্ভিস কর্মী।
এদিন সকালবেলায় এলাকার বাসিন্দারা তাঁর নিথর শরীরটা খালের এক পাশে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। এরপরই তাঁরা দমদম থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়েই পুলিশ এসে ঘটনাস্থল থেকে কিরণ মহাপাত্রের নিথর মরদেহটি উদ্ধার করেন।
তারপর প্লাস্টিকে মুড়ে সেই মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানা। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না আসা অব্দি এই অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ জানা যাবে না।