সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েত সদস্যদের উদ্যোগে পালিত হল রক্তদান উৎসব

HnExpress সুমন্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা ঃ রক্তদান, মহৎ দান। আপনার দু’ফোঁটা রক্তই পারে একজন মুমূর্ষু রোগীর প্রান বাঁচাতে। আর এই করোনা আবহে জরুরিকালীন রক্তের সংকট মেটাতে ও তার যোগান দিতে সোনারপুর দুই নং গ্রাম পঞ্চায়েত সদস্য সুমন হালদারের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত সোনারপুর এলাকার মথুরাপুরে এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে প্রায় পঞ্চাশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।


এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান সীমালতা মন্ডল, জেলা পরিষদ সদস্যা দীপ্তি মন্ডল, জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক সোমনাথ বনিক প্রমুখ। এই রক্তদান শিবিরের উদ্যোগতা সুমন হালদার জানালেন, আজকের শিবির থেকে সংগৃহিত রক্ত পিপলস ব্লাড ব্যাঙ্কে জমা করা হবে। এদিন এলাকার সকল রক্ত দাতাদের রক্তদানে উৎসাহিত করতে আয়োজকদের তরফ থেকে সামান্য কিছু উপহারের ব্যবস্থাও করা হয় বলে জানান তিনি।
