শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়রকে ডেপুটেশন বিজেপির মন্ডল কমিটির পক্ষ থেকে
HnExpress দেবজিৎ দত্ত, শিলিগুড়ি,০৬ই জুন : গতকাল শিলিগুড়ির ৬, ৭ ও ৮ নম্বর বিজেপির মন্ডল কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পুর কর্পোরেশনে মেয়রকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। এই ডেপুটেশনের মূল দাবিই ছিল অবিলম্বে কেন্দ্রীয় প্রকল্প গুলি চালু করা হোক।
আর সেই প্রকল্প গুলি হল ১) প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের ঘর বরাদ্দ হয়েছে তাদের অবিলম্বে কিস্তির টাকা প্রদান করা। ২) স্বচ্ছ ভারতের আওতায় থাকা গরিব মানুষদের জন্য বিনামূল্যে শৌচালয় প্রদান করা। ৩) অবিলম্বে ৬০ বছরের উর্ধে গরিব বয়স্ক নাগরিককে বয়স্কভাতা ব্যবস্থা করে দিতে হবে এবং ৪) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাশ করা ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সমস্ত খাতা বইয়ের ব্যাবস্থা করতে হবে শীঘ্রই।
এই ডেপুটেশনের মাধ্যমে শিলিগুড়ি পুরো কর্পোরেশনের মেয়রকে বলা হয় অবিলম্বে এই প্রকল্পগুলো চালু করতে হবে। অবিলম্বে এই প্রকল্প গুলো চালু না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গতকাল ভারতীয় জনতা পার্টির ৭ নং মন্ডল কমিটির পক্ষ থেকে সভাপতি শ্যামল সাহার নেতৃত্বে এই ডেপুটেশন জমা দেওয়া হয়।