এক মাসের জন্য সাসপেন্ড করা হলো শুভেন্দু সহ ৪ বিজেপি বিধায়ককে, “মুখ্যমন্ত্রী বয়কট” ধর্ণা কাল থেকে

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এদিন অভব্য ব্যবহার ও স্পিকারকে অপমান করায় বিধানসভা থেকে (Assembly) সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) সহ চার বিজেপি (BJP) বিধায়ককে। সোমবার এই সিদ্ধান্ত নেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তাঁদের ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ যেসব বিজেপি বিধায়কদের সাসপেন্ড (suspend) করা হয়েছে, তাঁরা হলেন— অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ। প্রশঙ্গত, সরস্বতী পুজোয় সংঘাত নিয়ে তাঁদের আনা মুলতবি প্রস্তাব খারিজ হয়ে যায়। তারপরেই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার প্রতিবাদে পাল্টা “মুখ্যমন্ত্রী বয়কট” (Boycott) এর দাবিতে কাল ধর্ণায় বসবে শুভেন্দু।
সূত্র অনুযায়ী, সোমবার ১৭ই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন শুরু হওয়ার পরেই রাজ্যে সরস্বতী পুজোতে হওয়া অশান্তি নিয়ে বিধানসভা স্থগিত রাখার প্রস্তাব আনা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন বিধানসভায় মুলতুবি প্রস্তাব পাঠ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agni Mitra Paul)। তবে এই প্রস্তাব শোনার পরেই অধ্যক্ষ (Speakers) পরিস্কার করে জানিয়ে দেন যে, এই প্রস্তাব নিয়ে কোনও আলোচনা হবে না।
তাদের প্রস্তাব খারিজ করে দেওয়ায় বিজেপি বিধায়করা সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী স্পিকারের সিটের কাছে সেই প্রস্তাবের কাগজ ছুঁড়ে মারেন এবং বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। এরপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Bimam Banerjee) উপস্থিত বিজেপি বিধায়কদের উদ্দেশে জানান যে, “আপনারা যে আচরণ করছেন তা যথাযথ নয়, তীব্র নিন্দা করছি।” এবং তার সাথে সাথেই এক মাসের জন্য সাসপেনশন অর্ডার (Suspension Order) দেন তিনি। অন্যদিকে তাই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করে কাল থেকে ধর্ণায় বসার কথা জানিয়েছে বিরোধী দলনেতা।