March 21, 2025

মরু শহর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মা ব্রিগেড

0
Advertisements

HnExpress শিখা দেব, ওয়েবডেক্স নিউজ : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে জয়ের খেতাব জিতে নিল ভারত। মরু শহরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা রোহিত শর্মা ব্রিগেড। গোটা সিরিজে দুর্দান্ত ভূমিকা নিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়। ১২ বছর বাদে ভারত আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল দুবাইয়ের (Dubai) মাঠে। এই নিয়ে ভারত তিনবার খেতাব জিতল। নিউজিল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

Team India

৫০ ওভারে নিউজিল্যান্ড (NewZealand) ২৫১ রান করে। তার জবাবে ভারত ৪৯ ওভারে ২৫৪ রান করে ৬ উইকেটে। ভারতের জয় আসে ৪ উইকেটে। রোহিত শর্মারা মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড দলের বিপক্ষে ফাইনালে মরু শহরে। ভারতের এই জয়ের কারিগর হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rahit Sharma)। তার পাশে শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, শুভমান গিল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব সহ সবাই ছিলেন। ভারতের (India) এই জয় বিশ্ব ক্রিকেটে নতুন বার্তা দিল। ভারতের জয়ে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভেসে গেলেন ক্রিকেটার থেকে অনুরাগীরা।

Advertisements

Leave a Reply