মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ছয় তলার সিড়ি দিয়ে পড়ে মৃত্যু এক শিশুর
HnExpress মালদা, বিশ্বজিৎ মন্ডল ঃ ছয় তলার সিঁড়ির রেলিং থেকে বেসামাল হয়ে পড়ে মৃত্যু হল ৮ বছরের এক শিশুর। শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজের আউটডোরে বহুতল বিল্ডিংয়ে। এই ঘটনার পর মেডিকেল কলেজের আউটডোরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার পুলিশ ক্যাম্পের কর্মীরা এসে মৃত শিশুকে উদ্ধার করে।
পরে তাঁরাই ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর নাম হরষিত সিং (৮)। তার বাবার নাম বলবীর সিং। তাদের বাড়ি বিহারের কাটিহারে। মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন ওই সিং পরিবার। মেডিক্যাল কলেজের সামনে ছোট্ট একটি মুখরোচক অস্থায়ী খাবারের দোকান রয়েছে বলবীর সিং-এর।
ওই শিশুটির মৃগী রোগ ছিল বলে জানা গেছে। এদিন সকালে বাবার সঙ্গে দোকানে আসে ছেলেটি। এরপর অভিভাবকদের অলক্ষ্যেই মেডিকেল কলেজের আউটডোর এর ছয় তলায় উঠে যায় ওই শিশুটি। সেখান থেকে খেলার ছলে সিঁড়ির রেলিং বেয়ে নামতে গিয়ে ওপর থেকে তিনতলায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
মৃত শিশুর বাবা বলবীর সিং জানিয়েছেন, ছেলের মৃগী রোগ ছিল বলেই ওকে চোখের সামনে সামনেই রাখতাম। এদিন মেডিক্যাল কলেজের সামনে ঝালমুড়ির দোকান খোলার সময় আমার ছেলে আমাদের নজর এড়িয়ে আউটডোর এর ছয়তলা বিল্ডিংয়ে উঠে যায়। এরপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের। যদিও এদিন ঝড় বৃষ্টির জন্য সকাল থেকেই মেডিকেল কলেজের আউটডোর ফাঁকা ছিল।
ফলে সকলের অলক্ষ্যে সহজেই ওই শিশটি মেডিকেল কলেজের ছয় তলার রেলিঙে চলে যায়। এরপর এই দুর্ঘটনাটি ঘটে যায়। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন গভীর রাত থেকে ঝড় বৃষ্টি চলছে এলাকায়। যার ফলে আউটডোরে রোগীদের ভিড় ছিল না তেমন। আর এর ফাঁকেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে।