December 11, 2024

মছলন্দপুর মিলনী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ২৮তম লোকউৎসব

0
Img 20201217 143400.jpg
Advertisements


HnExpress ১৭ই ডিসেম্বর, অরূপ অধিকারী, মছলন্দপুর, উত্তর ২৪ পরগণা ঃ গতকাল মছলন্দপুর মিলনী ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ২৮তম লোকউৎসব, ১০দিন ব্যাপী চলবে এই মেলা। এদিন মেলার উদ্বোধন করেন হাবরার পঞ্চায়েত সভাপতি অজিত সাহা, প্রধান অতিথি হিসাবে ছিলেন মছলন্দপুর ১নং পঞ্চায়েত প্রধান তাপস ঘোষ।

এছাড়াও অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অনুপ মুখার্জী, ক্লাবের সহ সম্পদক রূপক চক্রবর্তী, উৎসব কমিটির সম্পাদক কার্ত্তিক মজুমদার, কালচারাল সম্পদক কৌশিক ঘোষ, প্রমুখ।

এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং ফিতে কেটে মেলার শুভ সূচনা হয়। এছাড়াও ছিল মহিলা ঢাকিদের যুগলবন্দি অনুষ্ঠান, ছিল আদিবাসীদের ধামশা মাদল নৃত্য। জানা গেছে, ১০দিন ধরে এই মেলায় চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে মেলায় সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে এই মেলা। গেটের মূল প্রবেশ দ্বারে থাকছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের সুব্যাবস্থা।

এছাড়াও প্রথম দিনে মেলায় ভিড় ছিলো চোখে পরার মতো। মেলার অন্তিম দিনে থাকছে গুনীজন এবং করোনা যোদ্ধাদের সম্বর্ধনা। আর রাত ৮টায় থাকছে বিচিত্রানুষ্ঠান। অনুষ্ঠান হয়ে অন্তিমদিন মেলার সমাপ্তি ঘোষনা করবেন ক্লাব সম্পাদক অনুপ মুখার্জী।

Advertisements

Leave a Reply