BREAKING ভয়াবহ অগ্নিকান্ড কাশ্মীরে, পুড়ে ছাই ৫০টারও বেশি হোটেল-দোকান

HnExpress ব্যুরো রিপোর্ট, কাশ্মীর ঃ লেলিহান আগুনের গ্রাসে ছারখার ভারতের ভূস্বর্গ কাশ্মীরের (Kashmir) হোটেল। অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান, রেস্তরাঁও। শনিবার সন্ধ্যায় কাশ্মীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থল সোনমার্গে (Sonmurg) এই বিধ্বংসী অগ্নিকাণ্ডটি ঘটেছে। এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আতঙ্কে দৌড়াদৌড়ি করছে দোকান মালিক থেকে সাধারণ মানুষ। এতটাই বিধ্বংসী আগুন যা নিয়ন্ত্রণের বাইরে।
সংবাদসংস্থা সূত্রের খবর, কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে (Sonmurg) এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০টিরও বেশি হোটেল-দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। চারিদিকে কালো ধোঁয়ায় ভরে গেছে। যদিও শনিবার রাত পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। চলছে আগুন নেভানোর কাজ। আগুন নেভানোর জন্য উপস্থিত একাধিক দমকলের (Fire Brigade) ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে তাকে বাগে আনতে রীতিমতো হিমসিম খেয়ে যাচ্ছে দমকলবাহিনী।