বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ডে পরে থাকা মৃতদেহকে ঘিরে উত্তেজনা তুঙ্গে
HnExpress ৮ই অগাস্ট, জয় গুহ, কলকাতা ঃ বেহালা ১১৯ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বাস স্ট্যান্ডে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। সকাল থেকে ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় বাসস্ট্যান্ডে পরে ছিলেন। কিন্তু করোনা আবহাওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকার পড়েও কোনো সহৃদয় মানুষ তাকে সাহায্য করতে আসেনি।
এবং কেউ তাকে হসপিটালে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করেনি। আবারও এক অমানবিক চিত্র ফুটে উঠল বেহালার বুকে। গতকাল দুপুরে ওই ব্যক্তি মারা যাওয়ার পর দীর্ঘক্ষণ ধরে মৃতদেহ পড়েছিল বাসস্ট্যান্ডে। পরে বিকেলে এক স্থানীয় বাসিন্দা বেহালা থানায় ফোন করে ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে মৃতদেহ বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ওই মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে যে, তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। নাম বাঞ্চা। কিন্তু কোথায় বাড়ী সেটা কেউ বলতে পারেননি এখনো। আর কেনইবা তিনি সকাল থেকেই অসুস্থ অবস্থায় বাসস্ট্যান্ডে এসে বসেছিলেন, সেটাও অজানা এলাকাবাসীর!