December 14, 2024

শিলিগুড়ি জেলার মেট্রোপলিটন পুলিশের এক নয়া উদ্যোগ “টিম তেজস্বিনী”

0
Tnk2dyz5cnbvabdo 1634385090.jpeg
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট ঃ শিলিগুড়ি জেলার মেট্রোপলিটন পুলিশের এক নয়া উদ্যোগ “টিম তেজস্বিনী”। সে বড়দিনের রাত হোক বা ৩১শে ডিসেম্বর বা ১লা জানুয়ারি, এখন থেকে বছর এর ৩৬৫দিনই শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকায় চষে বেড়াবে তেজস্বিনীর দল। মহিলাদের ওপর যে কোন রকম অপ্রীতিকর ঘটনাকে রুখতে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের কমিশনার গৌরব শর্মার উদ্যোগে প্রস্তুত করা হয়েছে মহিলা পুলিশের এই বিশেষ দল “তেজস্বিনী।” শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের বাছাই করা বেশকিছু মহিলা পুলিশ অফিসারদেরকে নিয়ে এই দলটি তৈরি করেছেন তাঁরা।

টিম তেজস্বিনী।

উদ্দেশ্য একটাই, ইভটিজিং অর্থাৎ মহিলাদের উতক্ত করার হাত থেকে বিরত রাখা থেকে শুরু করে, শহরে মহিলা ঘটিত যেকোনো রকম অপরাধ দমনে এই দল বেশ কিছুদিন যাবৎ চুটিয়ে কাজ করছে আর করবে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা, মাটিগাড়া থানা, প্রধান নগর থানা, ভক্তিনগর থানা, শিলিগুড়ি থানা ও নিউ জলপাইগুড়ি থানা এলাকায় সকাল থেকে রাত সর্বদা তেজস্বিনী বাহিনীর গাড়ি ঘুরছে অনবরত, দু চাকার গাড়িতে করে টহল দিচ্ছে তেজস্বীর বিশেষ দল। লক্ষ্য একটাই, মহিলা ঘটিত যেকোনো রকম অপরাধকে শক্ত হাতে দমন করা।



ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিভাগের মহিলা পুলিশের এই দলটি বেশ কিছু ক্ষেত্রে দ্রুত অপারেশন চালিয়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। বিশেষ করে বড়দিনের রাত, ৩১শে ডিসেম্বরের রাত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের “তেজস্বিনী” শহরের বিভিন্ন জায়গায় টহল দিয়ে রুখে দিয়েছে অনেক অপ্রীতিকর ঘটনা। এদিন শিলিগুড়ি জেলার মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, বর্ষবরণের রাত হোক বা যেকোনো দিন, বছরের ৩৬৫ দিন ২৪ ঘন্টাই শহরে নজরদারি চালাবে “টিম তেজস্বিনী।”

Advertisements

Leave a Reply