February 10, 2025

হলদিয়ায় তাম্রলিপ্ত ফুটবল প্রতিযোগিতা

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ হলদিয়া শালগাছিয়া খেলাঘরের পরিচালনায় অন্য বছরের মতো এবারেও তারা তাম্রলিপ্ত ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। যা শুরু হচ্ছে আগামী ২২শে এপ্রিল থেকে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২১মে। তরুণ এবং প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার ক্ষেত্রে এই প্রতিযোগিতার প্রয়োজন আছে।

মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন প্রাক্তন সাংসদ লক্ষ্ণন শেঠ ও প্রাক্তন ফুটবলার দিপেন্দু বিশ্বাস। নকআউট পর্যায়ের এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নেবে জানিয়েছেন আয়োজক কমিটির সচিব গোপাল সামন্ত এবং সভাপতি সুব্রত জানা।



খেলায় অংশগ্রহণ করছে গোয়া, দিল্লি, পাঞ্জাব ও মিরাটের দলগুলির পাশাপাশি কলকাতার কাস্টটম, কালীঘাট মিলন সংঘ, টালিগঞ্জ অগ্রগামী ও সাদার্ন সমিতির মতো দল গুলি। খেতাবজয়ী দলকে ৪ লাখ আর বিজেতা দলকে ৩ লাখ আর্থিক পুরস্কার দেওয়া হবে।

Advertisements

Leave a Reply