রবিবারের বৈঠকী আড্ডা ঃ নবম ভাগ
HnExpress একটু অন্যরকম, কবি সৃজন ঃ
প্রচেষ্টা
~~~~~~~~~~হঠাৎ করে এক নিমেষেই
প্রাণটা গেল চলে,
ওর বাবা আর ফিরবে না গো
বিধির বিধান বলে।ওর কথা কেউ ভাবলো না তো
আঘাত দিলো জ্বালা,
অকাল মৃত্যু, হায় ভগবান!
শমন রে তুই পালা।মেয়েটি বেশ চালাক-চতুর
সবার চোখের মণি,
প্রচেষ্টায় তার খামতি নেইকো
নেই তো লোভের খনি।কাজ নিয়ে সে ব্যস্ত থাকে
সেবার খাটি জীবন,
সৃষ্টি দিয়ে রাখবে সে তো
ধন্যি মায়ের মন।মায়ের ভালোবাসা তারে
সব দিয়েছে ভরে,
অভাবটুকু বুঝতে দেয়নি
অনেকটা দিন ধরে।কষ্ট মায়ের ছিলো বুকে
বুঝতে দেয়নি তারে,
চিরুণ-ছাড়া চুল বেধেঁ মা
ভাবতো বসে দ্বারে।সেদিন যেন ঐ মেয়েটি
ছোট্ট ছিলো ঘরে,
সেই মেয়েটি দেখি সেদিন
মাইক্রোফোনটি ধরে।প্রতিবাদের ভাষার টানে
মুগ্ধ তো জনগণ,
গরীব থেকে ভূক্তভূগী
তার পাশে সারাক্ষণ।ওর সেবা আজ মানব তরে
সত্যি বিরল দান,
তাই বলে যাই ওই মেয়েটি
রাখবে দেশের মান।প্রচেষ্টায় ও এগিয়ে অনেক
বয়সটা বেশ কম,
ত্রিশ বছর বাদেও জানি
কমবে না ওর দম।সৃষ্টিশীলা ঐ মেয়েটির
পাশে গুণীর মেলা,
মায়ের জন্যই সবকিছু তার
ভাবনা সারাবেলা।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
(Dedicated).