December 13, 2024

দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চালু হলো ‘সুন্দরীনি নেচারাল মোবাইল অ্যাপ’

0
Img 20200811 Wa0002.jpg
Advertisements

HnExpress ১০ই অগাস্ট, জয় গুহ, উত্তর ২৪ পরগণা ঃ উত্তর ২৪ পরগণা জেলার প্রত্যন্ত অঞ্চল সুন্দরবনের প্রায় পাঁচ হাজার মহিলাকে সাথে নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন দ্রব্য তৈরি করে কলকাতায় বাজার ধরতে চালু হলো এই বিশেষ ‘সুন্দরীনি ন্যাচারাল মোবাইল অ্যাপ।’ আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী, জেলাশাসক পি উলগানথ, সভাধিপতি সামীমা সেখ সহ অন্যান্য আধিকারিকরা।

এদিন সাংসদ তার ভাষণে বললেন, গত বছরে এই জেলার পাথরপ্রতিমার দিগম্বর পঞ্চায়েত অঞ্চল ও এবছরে কুলপি গ্রাম পঞ্চায়েত বিশেষ পুরস্কার লাভ করে। এই সুন্দরবন অঞ্চলকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বললেও অত্যুক্তি হবে না। এই সকল উৎপাদিত পণ্য যাতে বাজারে প্রচার পায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে। তবে কলকাতায় এই মূহুর্তে ১৫০ টি এপার্টমেন্টকে এই সুন্দরীনি অ্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিন সভাধিপতি সামীমা সেখ জেলার অন্যতম আকর্ষণ গঙ্গাসাগরের কথা উল্লেখ করে বলেন, এই জেলায় অনেক কিছুই আছে যা দেখার মত। রাজ্যের মুখ্যমন্ত্রী সোনার বাংলা গড়তে চান। কিন্তু কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এখানে অপ্রতুল। তবে বর্তমানে গড়ে এক এক জন মহিলা কম করে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা উপার্জন করছে।

জেলাশাসক পি উলগানথ আরও জানান, এই প্রথম জেলায় একটি পূর্ণাঙ্গ তথ্য ও ছবি সহ ‘সেরা সাউথ’ বই প্রকাশিত করা হচ্ছে। এই জেলায় বহু দেখার জিনিস রয়েছে। তাই এখানে পর্যটককে আহ্বান জানাতে এই ধরনের বইয়ের প্রয়োজনীয়তা অনেকটাই বলে তিনি মনে করেন। এছাড়াও পর্যটন শিল্পের উন্নয়নে আরো বেশি করে এই জেলা কাজ করছে।

Advertisements

Leave a Reply