March 21, 2025

সাদার্ন সমিতির ছেলেদের দলে এবারে মহিলা কোচ ‘সুজাতা’

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতা ময়দানে এই প্রথম নজির সৃষ্টি হতে চলেছে। অতীতে এমন ঘটনা ঘটেনি। সাদার্ন সমিতির ছেলেদের দলে এবারে মহিলা কোচ হচ্ছেন সুজাতা কর। তবে তিনি হবেন সহকারী কোচ। দলের প্রধান কোচ হলেন রঞ্জন ভট্টাচার্য্য।

তাই কলকাতা ফুটবল লিগের খেলা চলাকালীন মাঠের ধারে একেই বেঞ্চে বসে থাকতে দেখা যাবে কোচ রঞ্জন ও সহকারী কোচ সুজাতাকে। গত শনিবার সুজাতা কর ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান।



সুজাতার প্রশিক্ষণে ইস্টবেঙ্গল মহিলা দল কন্যাশ্রী কাপে সেরা হয় আই লিগে খেলে। সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল সুজাতা করের সঙ্গে যোগাযোগ করেন। আলোচনা শেষে সুজাতা রাজি হয়ে যান। নতুন দায়িত্ব পেয়ে সুজাতা কর বেজায় খুশি বলেই জানান।

Advertisements

Leave a Reply