December 11, 2024

২২-এর পৌর নির্বাচনে মধ্যমগ্রাম ৮নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুভাষ ব্যানার্জি মন্দিরে পূজা দিয়ে দেওয়াল লিখে শুরু করলেন প্রচার

0
Image Editor Output Image877710673 1644335236389.jpg
Advertisements


HnExpress প্রিয়দর্শী সাধুখাঁ, মধ্যমগ্রাম ঃ
২০২২ শের পৌর নির্বাচনের প্রচার শুরু করলেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সুভাষ ব্যানার্জি। সোমবার মধ্যমগ্রাম ৮ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগর এর শনি মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন তাঁর প্রচারকার্য। সদা হাস্যময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সভাপতিকে দেখা যায় চিরাচরিত নিয়ম মেনেই তুলি হাতে দেওয়াল লিখতে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মধ্যমগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী সুভাষ ব্যানার্জির সমর্থনে এই ওয়ার্ডের তৃণমূলকর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত।

প্রসঙ্গত উল্লেখ্য যে, “কলকাতা পৌর নির্বাচনের ফলাফলে দেখা গিয়ে ছিল ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী, বেশিরভাগ ওয়ার্ডে ভোট শেয়ারের ক্ষেত্রে বাম ফ্রন্ট প্রধান বিরোধী হিসেবে অবস্থান করছে। তৃণমূল যেখানে ৭২ শতাংশ ভোট পেয়েছিল। সেখানে ৬৫টি ওয়ার্ডে ১১ শতাংশ ভোট ছিল বামফ্রন্টের দখলে। বিজেপি ৪৭টি ওয়ার্ডে আট শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট নথিভুক্ত করে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনে টিএমসি কলকাতার ১৬টি আসনেই জিতেছিল।



২০১৫ সালে সর্বশেষ কলকাতা পৌর নির্বাচনে টিএমসি ১১৪টি ওয়ার্ডে জিতেছিল এবং বাম ফ্রন্ট ১৫টিতে জিতেছিল। বিজেপি এবং কংগ্রেস যথাক্রমে ৭ এবং ৫টিতে জিতেছিল।” এদিন প্রচারের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস মনোনিত আট নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি বলেন যে, “মধ্যমগ্রাম পৌর নির্বাচনে টিএমসির বিপক্ষ কেউ আছে বলে জানি না। বিধানসভা নির্বাচনে তাঁরা অনেক লাফালাফি করেছিল। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বাংলার মানুষ আর কাউকে ভোট দেবেন না।

তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কাজ, যা চেহারা, মানুষের মনে মমতা ব্যানার্জি যে ভাবে জায়গা করে নিয়েছে, বাড়তি অন্য কোনো দলের চিন্তা মানুষের মনে আদোও আছে কিনা আমার ধারনা নেই৷” কথা প্রসঙ্গে লতা মঙ্গেশকরের প্রয়ান সম্বন্ধে প্রশ্ন করলে তিনি তাঁর সম্মানে বলেন যে “লতা মঙ্গেশকরের প্রয়াণ হচ্ছে আকাশ থেকে নক্ষত্র পতন হলে যা হয় ঠিক তাই। তিনি ছিলেন বিশ্ব তথা ভারতের আকাশের একটি উজ্জ্বল নক্ষত্র। ২৫ হাজারেরও ওপরে গান যিনি মানুষকে উপহার দিয়েছেন, সেই অন্যন্য ব্যাক্তিত্বের অধিকারীর বিষয়ে আমার মতো অতি নগন্য মানুষের বলার কিছু নেই।”

Advertisements

Leave a Reply