December 9, 2024

“সংখ্যালঘুদের নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় জোরদার সওয়াল উঠল জলপাইগুড়িতে”

0
Img 20201219 Wa0005.jpg
Advertisements

HnExpress ১৯শে ডিসেম্বর, অরুণ কুমার, শিলিগুড়ি ঃ সারা দেশের সঙ্গে আমাদের এই রাজ্যেও সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের অধিকার বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এসে দাঁড়িয়েছে বলে, জোরালো সওয়াল তুলল জলপাইগুড়ি জেলার বামপন্থী সংগঠনগুলি। গতকাল ছিল সংখ্যালঘু অধিকার দিবস। এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি সিপিএম সংগঠনের পক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সংখ্যালঘু অধিকার দিবস পালন করা হয়।

যেখানে দলের পক্ষ থেকে নতুন প্রজন্মকে এই বিষয়ে উৎসাহিত ও অবগত করার লক্ষ্যে বক্তব্য সহকারে এই দিনটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। সিপিএমের যুব সংগঠন ছাড়াও মহিলা কৃষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বক্তারা এই দিনটি সম্পর্কে বলেন। পৃথিবীর বিভিন্ন দেশের সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তাকে নিশ্চিত করতে রাষ্ট্রসঙ্ঘের দেওয়া ১৯৯২ সালের ১৮ই ডিসেম্বরের ঘোষণাপত্র মতো প্রতি বছর ১৮ই ডিসেম্বর দিনটিকে সংখ্যালঘু অধিকার দিবস হিসাবে পালন করা হয়।

ওই ঘোষণাপত্র ছাড়াও, ১৯৪৮ সালে গৃহীত রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার সনদে সংখ্যালঘুদের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রসংঘ তার মানবাধিকার সনদের ৩০নং ধারায় এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার চুক্তির ২৭নং ধারায় প্রতিটি দেশে সংখ্যালঘু জনগণের অধিকারের বিষয়টি সুনিশ্চিত করার কথা বলেছে। শুক্রবার এই বিশেষ দিনটিকে মর্যাদার সাথে পালন করা হলো বৃহত্তর বাম ঐক্যের পক্ষ থেকে।

জলপাইগুড়ি শহরের ৯নং ওয়ার্ডে জনসভায় বক্তারা বলেন, মুলত দেশের ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য আছে, তাকে ভেঙে ফেলতে চাইছে দেশের কেন্দ্রীয় সরকার। গৌরিকীকরণের মধ্য দিয়ে দেশের ধর্ম নিরপেক্ষ ইতিহাস চেতনাকে ভাঙতে চাইছে। মৌলবাদী গোষ্ঠীগুলিকে মদত দিচ্ছে, যাতে লুণ্ঠন বজায় রাখতে সমগ্র দেশের জনগণের ঐক্যকে ভেঙে দেওয়া যায়। এখানে মোদি-মমতার রাজনীতির পরিসর ও আখ্যান তাঁরাই তৈরী করে দেয়।

মেহনতি মানুষের ঐক্য কিভাবে বিজেপি এবং তৃণমূল বিনষ্ট করছে, সেই দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। এই সভায় এলাকার ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে। সভা পরিচালনা করেন সিপিআই(এম) পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল। এদিন বক্তব্য রাখেন ৯ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রমোদ মণ্ডল, ১০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর প্রদীপ দে, এসপি প্রকাশ রায়, সিপিআই(এম) জেলা নেতৃত্ব বিপ্লব ঝাঁ সহ জেলার বামপন্থী নেতৃবৃন্দ।

Advertisements

Leave a Reply