দক্ষ ও অভিজ্ঞ রোবোটিক সার্জারি দল ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য সদা প্রস্তুত ঃ NSH
• রোবোটিক সার্জারির ন্যূনতম নির্দিষ্ট স্থান নির্ধারণ কৌশল ঃ কম রক্তক্ষরণ, কম ব্যথা এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য উন্নত পদ্ধতি মাধ্যম।
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ক্যান্সারের জন্য উপলব্ধ চিকিৎসার প্রচলিত নিয়ম অনুসারে, অনেক ক্ষেত্রেই রোগীর টিউমারটি অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়। যদিও চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এই অস্ত্রোপচারকে একটি বেদনাদায়ক পদ্ধতি হিসাবেই বিবেচনা করা হয়। তবে সাম্প্রতিক কালে থ্রিডি ভিজ্যুয়ালাইজেশন, ন্যূনতম নির্দিষ্ট স্থান নির্ধারণ কৌশল এবং দ্রুত পুনরুদ্ধারের রোবোটিক সার্জারির এই ধারণাটিকে সুস্পষ্ট রূপদান করেছে।
সম্প্রতি এই দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালের ক্যান্সার কেয়ার বিভাগের উন্নত চিকিৎসার জন্য ৪র্থ প্রজন্মের দা ভিঞ্চি রোবোটিক সার্জারি চালু করা হয়েছে। আজ এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ডালহৌসি স্কোয়ারের একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করে এনএসএইচ হাওড়া নারায়ণা সুপারস্পেসালিটি হাসপাতাল।
এই আলোচনায় উপস্থিত ছিলেন ক্যান্সার কেয়ারের রোবোটিক সার্জারি টিমের ডঃ সুমন মল্লিক, ডঃ কৌস্তভ বসু, ডঃ তরুণ জিন্দাল, ডঃ শ্রেয়া ভট্টাচার্য, ডঃ (অধ্যাপক) অমিতাভ চক্রবর্তী, ডঃ সুমিত সান্যাল, ডাঃ শুভায়ু ব্যানার্জী, ডঃ নীলেশ তিওয়ারি, ডঃ নেহা চৌধুরী, ডঃ মনুজেশ বন্দ্যোপাধ্যায়, ডঃ অভিমন্যু প্রমুখ। এদিন ক্যান্সার কেয়ারের রোবোটিক সার্জারি টিমের অভিজ্ঞ এবং দক্ষ সার্জনরা এই বৈঠকে রোবোটিক সার্জারির (৪র্থ প্রজন্মের দা ভিঞ্চি প্রযুক্তি) মাধ্যমে ক্যান্সারের উন্নত এবং মনোযোগী চিকিৎসার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এবং এরই পাশাপাশি আরও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য উন্নত রোবোটিক সার্জারির মাধ্যমে গাইনি ক্যান্সার, ইউরো ক্যান্সার, জিআই ক্যান্সার, হেড অ্যান্ড নেক ক্যান্সার, থোরাসিক ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার ইত্যাদির উল্লিখিত অর্গানগুলির স্পেসিফিক চিকিৎসার উপর আরেকটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। নারায়ণা হেলথ কেয়ারের আঞ্চলিক পরিচালক (পূর্ব) আর. ভেঙ্কটেশ বলেন, “আমাদের হাসপাতালের রোগীরা সর্বোত্তম এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য আমাদের সমস্ত সক্রিয় প্রচেষ্টাকে প্রতিনিয়ত প্রত্যক্ষ করছেন৷
আর এই হাই-টেক সংযোজন এই বিশ্বাসকে আরও বেশি মজবুত করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।” হাওড়ার নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ডিরেক্টর প্রতীক জৈন বলেন, “চিকিৎসা পদ্ধতি মূলত রোগীদের বর্তমান অবস্থাকে প্রভাবিত করে। বিশেষ করে যখন এটি ক্যান্সারের যত্নের ক্ষেত্রে প্রয়োগ হয় তখন তা আরও বেশি অগ্রগতি, আরও ভাল পুনরুদ্ধার করতে সহায়তা করে। ক্যান্সার কেয়ারে আমাদের দক্ষ এবং অভিজ্ঞ রোবোটিক সার্জারির টিম হাওড়ার নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতালে তার রোগীদের পরিষেবা এবং সর্বোত্তম যত্ন দেওয়ার জন্য সদা প্রস্তুত।
তিনি আরও বলেন যে, আমরা গত ৪-৫ মাস ধরে প্রায় ৫০টিরও বেশি সফল রোবোটিক সার্জারি করেছি।” গাইনি ক্যানসার, ইউরো ক্যানসার, জিআই ক্যানসার, হেড অ্যান্ড নেক ক্যানসার, থোরাসিক ক্যানসার, ব্রেস্ট ক্যান্সার বা অন্য যেকোন অর্গান স্পেসিফিক ক্যানসারের অস্ত্রপচারের ক্ষেত্রে অঙ্গহানির সবচেয়ে বড় আশংকা থেকে যায়। কিন্তু এই রোবোটিক সার্জারির মাধ্যমে সেই টিউমারটিকে সাবধানে বের করা হয় এবং তাতে টিস্যুগুলোকে রক্ষাও করা যায়।
নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল-এর ক্লিনিকাল ডিরেক্টর ও সিনিয়র কনসালটেন্ট এবং এইচওডি রেডিয়েশন অনকোলজিস্ট ডাঃ সুমন মল্লিক বলেন যে, “রোবোটিক সার্জারিতে, সংযুক্ত ক্যামেরার ভিজ্যুয়াল গুলির সাহায্যে ক্যান্সারের নির্দিষ্ট এলাকাকে লক্ষ্য রাখা যায়, যার ফলে আশেপাশের টিস্যু এবং অঙ্গগুলিকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে৷ এখানে একটি গৌণ বা ছোট সংক্রামিত অংশ জুড়ে অস্ত্রপচার করার জন্য সংযুক্ত ক্যামেরা ও একাধিক উন্নত সরঞ্জামের প্রয়োজন হয়৷
যদিও এই পদ্ধতিতে চিকিৎসকদের পুরো স্থানটিকে খোলার দরকার পরে না, কারণ এই ভিডিও সহায়তা পদ্ধতিগুলি ডাক্তারদের সঠিক মূল্যায়ন করতে এবং টিউমারটিকে শরীর থেকে বের করে দিতে ভীষণ ভাবে সহায়তা করে। তাই সংশ্লিষ্ট চিকিৎসকদের মূল্যায়ন ও পরামর্শ অনুযায়ী রোবোটিক সার্জারিকে আরও বেশি করে বেছে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।” নারায়ণা সুপারস্পেশালিটি হাসপাতাল এর হাওড়া বিভাগের চিকিৎসা, রেডিয়েশন এবং সার্জিক্যাল অনকোলজি কভার করে ক্যান্সার আক্রান্ত নির্দিষ্ট অঙ্গের ব্যাপক যত্ন প্রদান করে।
এই এনএবিএইচ স্বীকৃত হাসপাতালটি ৪৪টি বিশেষত্ব বিশিষ্ট টারশিয়ারি কেয়ার পরিষেবা অফার করে, যার মধ্যে রয়েছে কার্ডিয়াক সায়েন্স, নিউরোসায়েন্স, রেনাল সায়েন্স, গাইনোকোলজি, ইন্টারভেনশনাল রেডিওলজি, ইন্টারভেনশনাল নিউরোলজি, অর্থোপেডিক্স এর পাশাপাশি মেডিকেল ও সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। এফজিআই স্ট্যান্ডার্ড (সুবিধা নির্দেশিকা ইনস্টিটিউট), ইউএসএ অনুযায়ী নির্মিত, হাসপাতালে ব্যাপক ক্যান্সারের যত্নের জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স রয়েছে এবং এটি চব্বিশ ঘন্টা চিকিৎসা জরুরী অবস্থা এবং ট্রমা পরিচালনা করার জন্য সুসজ্জিত।