April 24, 2025

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় শিশুকন্যাকে গণধর্ষনের দায়ে পাঠানকোট আদালত দোষী সাবস্ত করল ৬ জনকে

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভাস্কর বাগচি ঃ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় নাবালিকাকে লাগাতার ধর্ষণের পরে খুন করেছিল ৮ জন দুস্কৃতী। শনিবার পাঠানকোট আদালতে সেই ৮ জনের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বেকসুর খালাস পেয়েছে একজন। এক বছর পরে এই রায় দিল পাঠান কোটের আদালত। গত সোমবার দুপুর দুটোয় দোষীদের সাজা ঘোষণা করা হয়।

আদালত সুত্রের খবর, মোট ৮ জন অভিযুক্তের মধ্যে একজন ছিল নাবালক, তাই সে বিশেষ আদালতে শুনানির আর্জি জানিয়েছে। বিচারক তেজবিন্দর সিং খুব মন দিয়ে এক এক করে প্রত্যেক অভিযুক্তের বয়ান শোনার পরে মোট ৬ জনকে দোষী সাবস্ত করেন।

মাত্র ৮ বছরের শিশুটিকে সাতদিন লাগাতার গণধর্ষণের পর নির্মমভাবে খুন করে মানুষরূপি নর পিশাচেরা। ঘটনায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। শিশু কন্যাটি ঘোড়া চরাতে চরাতে চলে গিয়েছিল বনের ধারে। আর সাতদিন পর জঙ্গলের রাস্তাতেই উদ্ধার হয় তার ক্ষতবিক্ষত মৃতদেহ।

ঘুমের ওষুধ খাইয়ে মেয়েটিকে সাতদিন ধরে রক্ষকের বেশে ভক্ষক দুজন পুলিশকর্মী সহ ৬ জন লাগাতার ধর্ষণ করে। আর দেবস্থানের কেয়ারটেকার ক্ষুধার্ত, মৃতপ্রায় মেয়েটিকে খুনের আগেও ধর্ষণ করেছে বলে জানা গেছে। তারপরে গলায় ফাঁস দিয়ে মারার পরেও মাথায় পাথর দিয়ে থেঁতলে খুন করা হয় সেই ছোট্ট মেয়েটিকে।

Advertisements

Leave a Reply