December 13, 2024

রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীদের মৌন মিছিল, চলছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ সভা!

0
Img 20200308 160606.jpg
Advertisements

সুরভিত তথা সুরক্ষিত পরিবেশের জন্য আজই ব্যবহার করুন, DAFFODIL

HnExpress ৮ই মার্চ, বিশেষ প্রতিবেদন, কলকাতা : আজ শনিবার সকাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের আইটিআই কর্মী সংগঠনের কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মৌন মিছিল সহ এক সাধারণ বিক্ষোভ সভার আয়োজন করেন।

এদিন সকালে সারা বাংলা থেকে প্রায় তিন হাজার আইটিআই কর্মী, সল্টলেক বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে বিদ্যুৎ ভবন পর্যন্ত প্রায় সাড়ে তিন কিমি পথ পায়ে হেঁটে রো পা-২০২০ এর প্রতিবাদ ও ডিপ্লোমা কর্মীদের পরের স্তরে বেতন পরিকাঠামোর দাবি নিয়ে বিদ্যুৎ ভবন এর কাছে সাধারণ সভা করে বিক্ষোভ দেখান।


So Emmy….. Test Main Best —”TWIT”

এদিনের সভায়, বাংলা-ভুটান, বাংল-বাংলাদেশ, বাংলা-সিকিম সীমান্ত থেকে রবার্ট লেপচা, বিশাল থাপা, মোহিত আলি, সুমিত শর্মা, আব্দুল জব্বার, সুরঞ্জিত বাবু, প্রমুখ আইটিআই এর কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করে। আর এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর থানা ও প্রশাসনের অধীনস্থ সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ নাথ মহাশয়। তিনি জানান, এই সংগঠনের অভিভাবক তিনি ঠিকই।

তবে যাদের জন্যে এই সংগঠন আজ সমৃদ্ধি পেয়েছে তারা হলেন সুমন হালদার, সন্দীপ বিশ্বাস, অনুপম মুখোপাধ্যায়, কাঞ্চন প্রামাণিক, স্নেহাংশু রায়, তারক দাস, উমা শংকর মিশ্র ও আরো অনেকে যাদের কিনা নাম লেখা সম্ভব হলো না।


জনস্বার্থে প্রচারিত।

তিনি আরও জানান যে কর্তপক্ষ যদি তাদের ন্যায্য দাবি না মেনে নেন তবে তারা ভবিষ্যতে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আরো সুদৃহ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি আদায় করে ছাড়বেন। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দের সাথে কথা বলে জানা যায় যে তারাও দপ্তরের আই টি আই কর্মী সংগঠনের দাবী দাওয়ার দিকে বিশেষ নজর দিচ্ছেন।

 

Advertisements

Leave a Reply