রাজ্য ছাত্র-যুব উৎসবে শাস্ত্রীয় যন্ত্রসংগীত বেহালা বাজিয়ে প্রথম হলো দিনহাটার শুভদীপ রায়
HnExpress ১৫ই ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি, দিনহাটা : রাজ্য ছাত্র-যুব উৎসবে শাস্ত্রীয় যন্ত্রসংগীত বেহালা বাজিয়ে প্রথম হলো দিনহাটার শুভদীপ রায়। শুভদীপ দিনহাটা সোনীদেবী জৈন হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। দিনহাটা পৌর ছাত্র যুব উৎসব ও জেলা ছাত্র-যুব উৎসবে প্রথম স্থান অধিকার করেছে শুভদীপ। এরপর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র-যুব উৎসবে বেহালা বাজিয়ে রাজ্যস্তরে প্রথম হয়েছে শুভদীপ।
গত ১১ই ফেব্রুয়ারি থেকে রাজ্য স্তরের এই উৎসবের সূচনা হয়, আর এদিন উৎসবের সমাপ্তিও ঘটে। দিনহাটা সোনীদেবী হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র শুভদীপ। ছোটবেলা থেকেই যন্ত্রসংগীত শেখার শখ ছিল। তার পিতা মনোরঞ্জন রায় পেশায় শিক্ষক, মা জাহ্নবী রায় বর্মন একজন স্বাস্থ্য কর্মী।
ছেলে শুভদীপের এই যন্ত্রসংগীতের আগ্রহে তার বাবা-মা তাকে নানা ভাবে সহযোগিতা করেছেন। আর রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হওয়াতে পরিবার সহ জেলা তথা দিনহাটার সাংস্কৃতিক মহলে খুশির হাওয়া বইছে।