নোদাখালীতে শুট আউট, ফের দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা এক তৃণমূল নেতা

Bigupdate এক নজরে টাটকা খবর : নোদাখালীতে শুট আউট। ফের দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা এক তৃণমূল নেতা। কিন্তু কে বা কারা গুলি চালালো তা এখনো জানা যায়নি।
HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা ঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুর সদর মহকুমার নোদাখালীতে শুট আউট (Shoot out)। ফের দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হলেন এক তৃণমূল নেতা। কিন্তু কে বা কারা গুলি চালালো তা এখনো পর্যন্ত জানা যায়নি। কেনই বা এই শুট আউট তার কারণও ধোঁয়াশায়! এর পিছনে কারা রয়েছে?
ইংরেজবাজার, কালিয়াচকের পর এবার নোদাখালি। ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল কর্মী (TMC Leader)। রাস্তার মাঝে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয় বলে উঠেছে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওই তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
জখম কৃষ্ণ মণ্ডল এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। ওই ব্যক্তি নোদাখালি থানার (Noakhali Police Station) অন্তর্গত ডোঙ্গারিয়ার বাসিন্দা। শনিবার সকালে ডোঙ্গারিয়া এলাকায় বাইকে চড়ে তিন যুবক আসে। অভিযোগ, তৃণমূলকর্মীকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় ওই তৃণমূল কর্মী রাস্তায় লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক বুঝে ফের বাইকে চড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।