February 9, 2025

সুজন চক্রবর্তীকে ভন্ড বলে তোপ দাগালেন শোভনদেব

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বাম‌নেতা সুজন চক্রবর্তীকে এবার ভন্ড বলে তোপ দাগালেন তৃনমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বাম আমলের নানা দুর্নীতি নিয়ে বারবারই দাবি করা হচ্ছে, তখনও স্বজনপোষণ হত ব্যাপকভাবে। যার ফলে তখনও যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হতেন।

সুজন চক্রবর্তী ও তাঁর পরিবারের একাধিক সদস্যের সরকারি চাকরি পাওয়া নিয়ে প্রশ্নও তোলা হয়েছে। এই রকম পরিস্থিতিতে বাম নেতা সুজন চক্রবর্তীকে এক হাত নিলেন তৃনমূলের বিধায়ক শোভনদেব। তিনি বললেন, “এখন দেখলে মনে হয় পাক্কা বৈষ্ণব, কোনওদিন একটা পিঁপড়েও মারেনি। এইসব ভণ্ডদের থেকে সাবধান থাকবেন।”



তবে শুধুই বামেদের দুর্নীতিই নয়, তৃণমূলের ভুল-ত্রুটিও যে রয়েছে, কার্যত তাও মেনে নিয়েছেন বিধায়ক শোভবদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেককেই মন্দিরের পূজারী করেছিলেন। কিন্তু সব পূজারী ভাল হয়নি।

কেউ কেউ খারাপ হয়েছে। কিন্তু পূজারী খারাপ হয়ে গিয়েছে মানেই যে গোটা দলটাই খারাপ, তা কিন্তু একেবারেই নয়।” তবে সুজন চক্রবর্তী প্রসঙ্গে শোভনদেবের এই মন্তব্য এর পাল্টানো গুরুত্ব দিতে নারাজ বামেরা।

Advertisements

Leave a Reply