ছি: ফের ধর্ষণের অভিযোগে উত্তপ্ত বাংলার মাটি, এবারের শিকার অশীতিপর এক মায়ের বয়সী বৃদ্ধা

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ ঃ ফের ধর্ষণের অভিযোগে উত্তপ্ত বাংলার মাটি, এবারের শিকার অশীতিপর এক মায়ের বয়সী বৃদ্ধা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (South Bengal, Jalpaiguri) এক যুবকের যৌন লালসার ‘শিকার’ হলেন আশি বছরের এক বৃদ্ধা। ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির (Moinagudi) দোমোহনি এলাকায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত যুবক বৃদ্ধারই প্রতিবেশী। বুধবার ভোরে ওই যুবক নেশাগ্রস্ত অবস্থায় বৃদ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাশের ধানখেতে।
সেখানেই ওই আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ (Rape) করা হয়েছে বলে অভিযোগ। তারপর বৃদ্ধাকে সেখানেই ফেলে রেখে পালায় অভিযুক্ত। এদিকে বৃদ্ধাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। তাঁরাই ধানখেতের পাশে বৃদ্ধাকে জ্ঞানহীন বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে (Jalpaiguri Medical College and Hospital) ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বৃদ্ধার উপর শারীরিক নির্যাতনের (physically torture) অভিযোগে থানায় লিখিত মামলা দায়ের করেন পরিবার ও প্রতিবেশীরা। সেই অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাগুড়ি থানার (Moinagudi Police Station) আইসি সুবল ঘোষ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত ওই যুবককে আটক করা হয়েছে। তাকে আগামীকালই জলপাইগুড়ি আদালতের কাঠগড়ায় তোলা হবে। এই অমানবিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন পরিবার ও প্রতিবেশীরা।