June 22, 2025

সিএএ—এর প্রচার অভিযানে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

0
Advertisements

HnExpress ১১ই ফেব্রুয়ারী, সৌভিক সিংহ রায়, কোচবিহার : সিএএ—এর প্রচার করতে বেড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কোচবিহারের ১০ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ স্ট্রিটে সকালবেলা প্রচার করতে যান তিনি। সেখানে গিয়ে কোচবিহার মহাশ্মশানেও যান। মহাশ্মশানের বেহাল পরিস্থিতি নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভার ভোটকে তীব্র কটাক্ষ করেন তিনি।

তিনি আরও বললেন যে, “তৃণমূলের জামানায় মানুষ জীবিত থেকেও পশ্চিমবঙ্গে ভালো ভাবে জীবন যাপন করতে পারছে না এবং মরার পরেও শ্মশানে এসেও ঠিকঠাকভাবে দাহ হতে পারছে না। এই তৃণমূলের ভোট যতদিন আছে ততদিন কোচবিহারের মানুষ কোন কিছুই আর ঠিকঠাক পাবে না।”

নিজস্ব চিত্র

একের পর এক বিজেপি রাজ্য স্থানীয় নেতাদের কুচবিহারে এসে সিএএ ব্যাপার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারকে কেন্দ্র করে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। পুরসভা ভোটের আগে এই ধরনের প্রচার এর ফলে বিজেপির জন্য একটি বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Advertisements

Leave a Reply