June 20, 2025

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো শালবনীর ডাঙ্গর পাড়াতে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, শালবনী ঃ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে এই করোনা মহামারী ও ঘুর্নিঝড়ে ইয়াসের ফলে বিপর্যস্ত সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্র সেই ধারা অনুসরণ করে আজ দ্বিতীয় পর্যায়ে প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী, সাবান ও মাস্ক তুলে দিলো শালবনীর কর্নগড় অঞ্চলের ডাঙ্গরপাড়াতে।

তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হলো যে, তাঁরা ৯ই জুলাই থেকে এই অন্নদানের মাধ্যামে এমন একটা কর্মসূচির সূচনা করেন। আজ তাঁরা দ্বিতীয় পর্যায়ে দান সামগ্রী তুলে দিয়ে দূর্গত মানুষের পাশে থাকার বার্তা দিলেন। আজকের এই মহতী অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি সুব্রত দাস ও সঞ্জয় নামহাতা ধন্যবাদ জানান স্থানীয় পঞ্চায়েত সদস্যা সহ সঞ্জয় ওঝা, অভয় মিশ্র ও শুভব্রত ভুঁইয়া এবং সদর উত্তর চক্রের সকল শিক্ষক শিক্ষিকাদের।

Advertisements

Leave a Reply