মহত্মা গান্ধীর জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযানে সৌগত রায়
ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়।
HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, দমদম ঃ আজ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫২তম জন্মদিন পালিত হল বরানগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কমিটির স্বতঃস্ফূর্ত উদ্যোগে। এদিন গান্ধীজির জন্ম দিবস উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযানে সামিল হলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, স্থানীয় ওয়ার্ড কডিনেটর রামকৃষ্ণ পাল, শরমা পাল সহ শহর অঞ্চলের অগুনিত সাধারণ মানুষ।
গান্ধীজীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর ঝাড়ু হাতে স্বচ্ছ ভারত অভিযানে যোগ দিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন সাংসদ সৌগত রায়। সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান ছাড়া গান্ধীজির জন্মদিন আর সে ভাবে পালিত হয় না দেশের কোথাও, আক্ষেপের সুরে বললেন সাংসদ সৌগত রায়।
বিটি রোডের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এই স্বচ্ছ ভারত অভিযান চালান তাঁরা। আর তারই মাঝে ঝাড়ু হাতে রাস্তায় পড়ে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস পরিস্কার করতে দেখা যায় দমদমের সাংসদকে।