February 10, 2025

সরস্বতী পুজোর রাতে মর্মান্তিক বাস দূর্ঘটনা কাঁকুড়গাছি মোড়ে—

0
Advertisements

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ঠিক উল্টো দিক থেকেই ফুল স্পিডে আসছিল লরি, আর অন্যদিকে রং রুটে ঢুকে পড়ল একটি যাত্রীবাহি বাস! সরস্বতী পুজোর রাতে কাঁকুড়গাছি মোড়ে (kankurgachi more) ঘটে গেলো এক মর্মান্তিক দুর্ঘটনা! কাঁকুড়গাছি রেল ব্রিজের নীচে ঘটে যায় বাস-লরির মুখোমুখি সংঘর্ষ। হটাৎই রং রুটে ঢুকে পড়েছিল একটি বেসরকারি বাস।

উল্টো দিক থেকে আসা লরিতে সজোড়ে ধাক্কা মারে যাত্রীবাহি বাসটি। বাস-লরি এই সংঘর্ষে (Accident) আহত ৪ বাসযাত্রী, তবে এখনও হতাহতের কোনো খবর নেই। আহতদের চিকিৎসা চলছে। কিন্তু ঘটনার পরই পলাতক বাস ও লরি চালক সহ খালাসি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকুড়গাছি থানার পুলিশ। চলছে পলাতকদের খোঁজ খবর।

 

Advertisements

Leave a Reply