December 11, 2024

চিরুনি শ্রমিকদের বেতন বৃদ্ধি—

0
Img 20210112 Wa0004.jpg
Advertisements

HnExpress অরূপ অধিকারী, বনগাঁ ঃ উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকার চিরুনি শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বনগায় আন্দোলন ৫ চিরুনি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। কিন্তু দিন কয়েক আগে মালিক সংগঠনের পক্ষ থেকে তাদের বেশ কিছু দাবি মেনে নিয়ে বেতন কাঠামোর নতুন চুক্তি করায় শুক্রবার আবির খেললো শ্রমিকেরা।

গত শুক্রবার দুপুরে আই.এন.টি.টি.ইউ.সি পরিচালিত রামনগর রোডের অফিসের সামনে আবির খেলা ও মিষ্টিমুখ করা হয়। শ্রমিক নেতা রঞ্জন সেন বলেন, “আমরা প্রায় ৬০০ শ্রমিক রয়েছি। কারখানার মালিকেরা প্রায় ৭০% দাবি মেনে নিয়েছেন আমাদের। তাই খুশিতে আজ আবির খেলে মিষ্টিমুখ করছে শ্রমিকরা।

Advertisements

Leave a Reply